×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৯
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-বুধবার দিনাজপুরে দৈনিক আমাদের সময়ের ২০১৭ ১২ তম বর্ষ পুর্তি ও ১৩ তম পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে দৈনিক আমাদের সময়ের ২০১৭ ১২ তম বর্ষ পুর্তি ও ১৩ তম পর্দাপন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে কেক কেটে বর্ষপূর্তির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, হাবিপ্রবির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হেলাল, স্বরূপ বকসী বাচ্চু, আবু বকর সিদ্দিক, শামীম রেজা, রফিকুল ইসলাম ফুলাল, রিয়াজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা এনামউল্লাহ জেমি, সাংবাদিক মোফ্ফাসিরুল মাজেদ নয়ন এবং আমাদের সময়ের দিনাজপুর জেলা প্রতিনিধি রতন সিং।  

দিনাজপুরে গণমাধ্যম কর্মীদের সাথে ব্র্যাকের মতবিনিময় সভা

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে “মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব” কর্মসূচী নিয়ে বুধবার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে ব্র্যাক। বুধবার সকালে দিনাজপুরে পল্লীশ্রী মিলনায়তনে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচী নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে ব্র্র্যাকের কর্মকর্তারা। মেজনিনের আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ আব্দুল আউয়াল, সিনিয়র তথ্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিষ্ট, ব্র্যাকের কর্মকর্তা মাধুরী সূত্রধর ও শরিফুল আলম। সভায় জানানো হয়, মেজনিন কর্মসূচীর আওতায় গতবছর থেকে দিনাজপুরসহ দেশের ১০টি জেলার ৩০০ মাধ্যমিক স্কুলে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় যৌন হয়রানি, সাইবার বুলিং ও বাল্য বিয়ে প্রতিকারে সচেতনতা সৃষ্টির ৫ বছর মেয়াদী কার্যক্রম শুরু হয়েছে। ২০১০ সাল থেকে দেশের ২১টি জেলার ৭০০ মাধ্যমিক স্কুলে উক্ত কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। ব্যাপক জনসচেতনতা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধসহ যৌন হয়রানি, সাইবার অপরাধ ও বাল্য বিবাহ নিরোধে কার্যকরী ভুমিকা রাখার আহ্বান জানানো হয়। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।  

দিনাজপুর জেলা সিপিবি ও উদীচীর সাবেক সভাপতি আবুল কালাম আজাদ আর নেই

আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- সিপিবির দিনাজপুর ও উদীচীর জেলা শাখার সাবেক সভাপতি কেবিএম কলেজের অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ বুধবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় জিয়া হার্ট ফাউন্ডেশনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না.....রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের মুদিপাড়া ঈদগাহমাঠে প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে রাখার পর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় মরহুমের গ্রামের বাড়ী বিরল উপজেলার সেতরায় তৃতীয় জানাজার পর পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে। প্রবীন রাজনীতিক আবুল কালাম আজাদের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা সিপিবির সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।      

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat