বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসান (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আবদুল্লাহ আল হাসান নাটোরের বড়াইগ্রামের কদমতলা এলাকার হযরত আলীর ছেলে।
আজ বুধবার সকাল ১০টার দিকে থানা প্রাঙ্গণে অবস্থিত অফিসার্স কোয়ার্টারের ভেতরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।বেলা ১২টায় গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা ওসি’র আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মরদেহ গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলেও যোগ করেন এসআই আবু জাররা।গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানও ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।এ ব্যাপারে জানতে জেলার অতিরিক্ত পুলিশ সুপারআরিপুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন তদন্ত চলছে এখনি কিছু বলা যাবে না, পরে কথা হবে বলে ফোনের সংযোগ কেটে দেন।