স্পোর্টস ডেস্ক:-দুই ওপেনারের শতকে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ইমার্জিং কাপে হংকংয়ের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩২৭ রান করেছে তারা।
প্রান্তবন্ত দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার ইমাম উল হক ও ইমরান বাট।১২৪ বলে ১২০রান করে মাঠ ছাড়েন ইমাম। আর ১৩২ বলে ১০৮ রান করেন ইমরান।
বিরতির পর ৩২৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবে হংকং।এর আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।