দিনাজপুরে কান্তজিউ মন্দিরে বোমা হামলার মামলায় আদালতে ২ নব্য জেএমবি সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দী
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে ঐতিহাসিক কান্তজিউ রাস মেলায় বোমা হামলা মামলার ২ নব্য জেএমবি সদস্য সোমবার আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহীদ সোহরাওয়ার্দী জানান, সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গোপাল চন্দ্র রায়ের আদালতে কান্তজিউ রাস মেলায় বোমা হামলার চাঞ্চল্যকর মামলার গ্রেফতারকৃত ২ আসামী চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের হানিফ মিয়ার পুত্র মানিক মিয়া (২৭) ও আজিজার রহমানের পুত্র জাকির হোসেন (২৫) ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন। বৃহস্পতিবার রাতে দীর্ঘ ১৬ মাস পর দিনাজপুরের ডিবি পুলিশ নব্য জেএমবির পলাতক ২ আসামীকে গ্রেফতার করে। শুক্রবার আদালত তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করলে সোমবার রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।২০১৫ সালের ৪ ডিসেম্বর রাতে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ রাস মেলার যাত্রা প্যান্ডেলে নব্য জেএমবি সদস্য জাকির ও মানিক তাদের সহযোগীদের সঙ্গে নিয়ে বোমা বিস্ফোরণে নাশকতা করে দর্শকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এই হামলায় যাত্রা প্যান্ডেলে ৬ জন দর্শক গুরুতর এবং ১৬ জন আংশিক দগ্ধ হয়। ইতিপূর্বে মামলাটি তদন্ত করে গ্রেফতারকৃত ২ জনসহ ৮ জনের বিরুদ্ধে ডিবি পুলিশ আদালতে চার্জশীট পেশ করেন।
ডিবির ওসি মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত ২ জেএমবি সদস্যকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০টি তাজা ককটেল, ২টি ছোড়া ও ১১টি জিহাদী বই উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ বাদী হয়ে চিরিরবন্দর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলাটি এসআই ফরিদ হোসেন তদন্ত করছেন। তদন্তে জেএমবির কার্যক্রমের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ও তাদের সহযোগীদের নাম জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুসন্ধান ও যাচাই-বাছাই চলছে বলে ডিবির ওসি জানান।
দিনাজপুর প্রেসক্লাবের ৩৫তম এজিএম অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর প্রেসক্লাবের ৩৫তম বার্ষিক সাধারণ সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে সংগঠনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বার্ষিক সভার উদ্বোধন করে বলেন, দিনাজপুরের উন্নয়ন অগ্রগতি ও সাধারণ মানুষের সুখ-দুঃখ সমস্যা সংকটের কথা তুলে ধরে সাংবাদিকদের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। বস্তু নিষ্ঠ ও সত্য খবর প্রকাশে কারো কাছে নত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি দেশ ও জাতির জাগ্রত সৈনিক হিসেবে সাংবাদিকদের ভুমিকা পালনের অনুরোধ জানান। সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষ আবুল কাশেম আর্থিক প্রতিবেদন পেশ করলে সাংবাদিক কামরুল হুদা হেলাল, সালাহউদ্দীন আহমেদ, একরাম হোসেন তালুকদার, ইদ্রিস আলী, শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, শামীম রেজা, স্বরূপ বকসী বাচ্চু, তনুজা শারমিন তনু, মোর্শেদুর রহমান, আজহারুল আজাদ জুয়েল ও বিপুল সরকার সানী বক্তব্য রাখেন। পরে প্রতিবেদন দুটি সংশোধনীসহ অনুমোদন করা হয়। রাতে বার্ষিক ভোজে সাংবাদিকসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
শোক সংবাদ
ওস্তাদ সাইমুদ আলী খান আর নেই
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিত্ব ওস্তাদ সাইমুদ আলী খান সোমবার দুপুর ১টায় লিভার জনিত রোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না...রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মুক্তিযোদ্ধা ওস্তাদ সাইমুদ আলী খানকে রাত ৯টায় উপশহরের তফিউদ্দীন মেমোরিয়ার স্কুল মাঠে নামাজে জানাজার পর শহরের ফরিদপুর গোরস্তানে দাফন করা হয়। জানাজার পূর্বে একটি চৌকশ পুলিশ দল মরহুমকে রাষ্ট্রীয় সালাম জানান। তাঁর মৃত্যুতে হুইপ ইকবালুর রহিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।