সব কাজ থেকে ছুটি নিয়েছেন। একান্ত কিছু মুহূর্ত কাটাতে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে উড়ে গিয়েছেন সেখানে। কিন্তু কাজ থেকে ছুটি মানে তো আর সকল ভক্তদের নিরাশ করা নয়। তাই মেক্সিকো থেকেই নিজের প্রতিটা মুহূর্তের ছবি পৌঁছে দিলেন ভক্তদের কাছে। মেক্সিকোর কানকুমে কী ভাবে মজা করছেন সানি? খোঁজ পাওয়া গেল তাঁর ইনস্টাগ্রাম থেকে। সানি লিখেছেন, ‘অবশেষে বিচ ভেকেশন-এ কানকুন মেক্সিকো পৌঁছলাম।’ সানির স্বামী ড্যানিয়েলের বাবা-মাও যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে।
সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সানি লিখেছেন, ‘ওয়েবারদের সঙ্গে ডিনার করলাম। পরিবারের সঙ্গে কাটানো খুব সুখের একটা মুহূর্ত।’’ সুইমস্যুট পরা বেশকিছু ছবি শেয়ার করেছেন সানি। যার ক্যাপশন দিয়েছেন ‘…লভ দ্য সন হিয়ার! কানকুন মেক্সিকো!!’ বোঝাই যাচ্ছে চুটিয়ে উপভোগ করছেন হালের বলিউড অভিনেত্রী।