মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মো. আব্দুল আলীম মোল্লার মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:-
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মো. আব্দুল আলীম মোল্লা (৮০) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিয়ষটি নিশ্চিত করেছেন ঢামেকে ডিউটিরত কারারক্ষী জাকারিয়া।তিনি বলেন, সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলিম। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আলিম উল্লাহর বাড়ি বাগেরহাট কচুয়া উজানখালী এলাকায়।