পুরনো কেন্দ্রীয় কারাগার ফের সবার পরিদর্শনের জন্য খুলে দেওয়া হচ্ছে
বিশেষ প্রতিনিধি: -
রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার ফের সবার পরিদর্শনের জন্য খুলে দেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ (শনিবার) থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত স্মৃতিময় এ কারাগারটি উন্মুক্ত থাকবে। সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা কারাগার দেখার সুযোগ পাবেন দেশবাসী।
বুধবার পুরনো কারাগারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এসব তথ্য জানান।কারা মহাপরিদর্শক বলেন, ২৫ থেকে ২৭ মার্চ কারাগারের ভেতরে ‘বঙ্গবন্ধু মানে স্বাধীনতা’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা প্রবেশমূল্য দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। টিকিট বিক্রির অর্থের একটি অংশ কাশিমপুরের কারাগারে ‘ডে কেয়ার সেন্টারে’ শিশুদের খেলাধুলার সামগ্রী ও বই কেনার জন্য ব্যয় করা হবে।’তিনি বলেন, আগামীকাল ডে কেয়ার সেন্টারটি উদ্বোধন করা হবে। এছাড়াও এই অর্থ দিয়ে আমদানি সেলের চারটি কক্ষে বায়ান্ন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র নিয়ে তিনটি গ্যালারি নির্মাণ করা হবে।সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, শুক্রবার তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের। তবে সেদিন কোনো দর্শনার্থী ভেতরে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নির যৌথ আয়োজনে ১৭১টি ছবি নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এই কারা কর্মকর্তা।