জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন
বিশেষ প্রতিনিধি:-শ্রদ্ধা ও উৎসাহের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠের পাশাপাশি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, দর্শন, শিশুদের জন্য তার ভালোবাসা ও বাংলাদেশের স্বাধীনতায় তার অবদান স্মরণ করেন। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৭ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ কারণ বঙ্গবন্ধুর বিরামহীন সংগ্রাম, আপোষহীন নেতৃত্ব ও উৎসর্গের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান।এছাড়া কবিতা আবৃত্তি ও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিঙ্গাপুরে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন হাইকমিশনার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সবশিশুদের জনপ্রিয় কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ‘আমার বন্ধু রাশেদ’ বইটি উপহার দেয়া হয়।