সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিনিধি:-
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির লেনদেন। একই চিত্র দেখা গেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে এক হাজার ১০৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৪ কোটি ছয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।এদিকে, ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬ পয়েন্টে।অন্যদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকে মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে শেয়ারের দর। আজ সিএসইতে ৭১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।সিএসই সার্বিক সূচক সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬৮৫ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭১৫ পয়েন্টে।সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৫৮ পয়েন্টে, সিএসই৫০ সূচক ২ পয়েন্টে কমে এক হাজার ২৯৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দর।