হাবিপ্রবি’র ১ম বর্ষের ‘এ’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ,সোমবার ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
দিনাজপুর প্রতিনিধি ॥
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর ২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ‘এ’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০০০০১ থেকে ১০৬৫০০ পর্যন্ত, বেলা ১১.৩০ টা থেকে ১২.৩০ পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নং ১০৬৫০১ থেকে ১১৩০০০ পর্যন্ত এবং দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত রোল নং ১১৩০০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে বিকাল ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০ মার্চ সোমবার সকাল ৯.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০০০০১ থেকে ২০৮৫০০ পর্যন্ত এবং বেলা ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নং ২০৮৫০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের রোল নং ৪০০০০১ থেকে ৪০৭৫০০ পর্যন্ত এবং বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ‘ডি’ ইউনিট রোল নং ৪০৭৫০১ থেকে শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম দিনের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পরীক্ষার্থী, জেলা প্রশাসন, জেলা সেবাদান সংস্থা ও জেলার বিভিন্ন সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অবশিষ্ট ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০১৭ শিক্ষাবর্ষে ১৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে।
নাশকতা মামলায় দিনাজপুরে জামায়াত-শিবিরের ১১ জন কারাগারে
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে নাশকতা মামলার পলাতক আসামী ১১ জন জামায়াত-শিবিরের কর্মীর জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদের আদালতে নাশকতা মামলার ১১ পলাতক জামায়াত-শিবিরের কর্মী আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে সকলকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আদেশের পর কড়া পুলিশ প্রহরায় ১১ জনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা কারাগারে পাঠানো জামায়াত-শিবিরের ১১ জন হলেন খানসামা উপজেলার নাইমউদ্দীন (৫০), আল ফারুক (২৫), শহিদুল হক (২৮), শরিফুল ইসলাম (২৪), সাইদুল হক (৪২), খাদেম আলী (৪০), ফজলুর রহমান (৩৮), শওকত হোসেন (৩৫), ইদ্রিস আলী (৪০), নুরুল ইসলাম (৪৮) ও সফর আলী (৪৭)।
দিনাজপুরে ২ ট্রাকের সংঘর্ষে ৪ জন হতাহত
দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত ও চালকসহ ৩ জন আহত হয়েছেন।
রোববার ভোর ৫টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের ছোট বৃত্তিপাড়া মোড়ে পাথর ও পান বোঝাই ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার হানিফ শেখ নিহত হন। নিহত হানিফ রাজশাহীর পবা থানার কাপাসিয়া পশ্চিমপাড়ার হাসেম শেখের ছেলে। দুর্ঘটনায় ২ ট্রাকের চালকসহ ৩ জন আহত হন। আহতদের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশী অভিযানে দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৪২ জন গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচিসহ বিভিন্ন মামলার পলাতক ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গায় কোতয়ালী পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামী শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি (৪০)কে গ্রেফতার করেন।
কোতয়ালী থানার এসআই মিজানুর রহমান মিজান জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে কচিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশ জেলায় অভিযান চালিয়ে মাদক মামলা ও বিভিন্ন মামলার পলাতক ৪১ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযান চলাকালীন সময়ে ১১৪ পিস ইয়াবা, ২২২ লিটার চোলাই মদ, ১৭ বোতল ফেন্সিডিল ও ১৪পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
শান্তিপূর্ণ পরিবেশে ৪ দিন ব্যাপী হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
দিনাজপুর প্রতিনিধি ॥ হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম বর্ষ অনার্স শ্রেণীতে রোববার থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রোববার থেকে হাবিপ্রবিতে প্রথম বর্ষ অনার্স শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ২২ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমসহ শিক্ষকেরা ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এদিকে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হাবিপ্রবি ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে। ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন ও মমিনুল হক রাব্বির নেতৃত্বে ক্যাম্পাস চত্বরে আনন্দ মিছিল বের হয়।