বিশেষ প্রতিনিধি: –
রাজধানীর বিমানবন্দরের হাজী ক্যাম্পের পাশে নির্মাণাধীন র্যাব কার্যালয়ে আত্মঘাতী হামলায় একজন নিহতের ঘটনায় দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি করেছে কারা কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।তিনি বলেন, হাজী ক্যাম্পের পাশে নির্মাণাধীন র্যাব কার্যালয়ে আত্মঘাতী হামলার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিমানবন্দরের হাজী ক্যাম্পের পাশে নির্মাণাধীন র্যাবের কার্যালয়ে বোমা হামলায় এক আত্মঘাতী নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ওই হামলকারীর শরীর থেকে আরো একটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আহত দুই র্যাব সদস্যকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।