নিজস্ব প্রতিনিধি: –
লালবাগের প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রল রুম থেকে বিবার্তাকে এ তথ্য জানানো হয়েছে।
সকাল সাড়ে ৭টার দিকে কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ভোর ৬টা ৩ মিনিটের সময় লালবাগ টেম্পুস্ট্যান্ড এলাকার লিলি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৬ টা ৫৫ মিনিটে সময় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, আগুন লাগার সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।