বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে কারাগারে পাঠিয়েছেন আদালত
নিজস্ব প্রতিনিধি:-
বেসরকারি চ্যানেল এসএ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান জিনাত জেরিন আলতাফকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ শুক্রবার বিকেলে ঢাকার মহানগর প্রণব কুমার হুই এ আদেশ দেন।আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মুকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৬ নম্বর এলাকার বাসা থেকে জিনাতকে গ্রেপ্তার করা হয়। রওনক ওরফে মোমিন নামের এক ব্যক্তির করা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন জেরিন। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাত, হত্যাচেষ্টা ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে তাঁকে আদালতে উপস্থাপন করা হয়।জিআরও মুকবুল হোসেন জানান, আদালতে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু মামলার মূল নথি না থাকায় জামিন শুনানির জন্য ১২ মার্চ শুনানির দিন রাখেন।মামলাটি ওই দিন ঢাকার ১৯ নম্বর মহানগর হাকিমের আদালতে শুনানি হবে।