×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০৩-১০
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি নিয়ন্ত্রণ ছাড়া উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়:নুরুল ইসলাম নাহিদ
নিজস্ব প্রতিনিধি:- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্নীতি নিয়ন্ত্রণ ছাড়া উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়।তিনি বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি কার্যকর প্রতিষ্ঠান, প্রতিনিয়ত তাদের তাৎপর্যপূর্ণ কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। দুদকের সকল কার্যক্রমে আমাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুদক আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে একাত্মা প্রকাশ করে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। দেশের প্রতিটি জেলায় সততা সংঘের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আড়াই লাখেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাধারণ মানুষ আজকের এই দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন।তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে ঘণ্টাব্যাপী জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, ঢাকার জেলা প্রশাসক মো. সালাহউদ্দীনসহ লাখো সাধারণ মানুষ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজপথে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।‘দুদকের অগ্রিম সতর্কতামূলক পদক্ষেপের কারণেই এ বছর ঢাকার নামি-দামি বিদ্যালয়ে কোন ভর্তি বাণিজ্য হয়নি’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতীতে প্রতি বছরই বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরও কোনবারই এবারের মতো স্বচ্ছভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। তিনি দুদককে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমরা এবার দুদকের কার্যক্রমের প্রত্যক্ষ ফল পেয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat