×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৯
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগিতা
আন্তর্জাতিক ডেস্ক: –চারিদিকে ঝকমকে বাহারি আলো। র‍্যাম্পে হেলেদুলে হাঁটছে সুন্দরীরা। নির্বাচকদের বিচক্ষণ দৃষ্টি তাদের দিকে। বাতাসে ভাসছে চাপা উত্তেজনা। কে হবে সেরা সুন্দরী? কে নিয়ে যাবে প্রায় ২৫০ কোটি টাকার (২৫ মিলিয়ন পাউন্ড) প্রথম পুরস্কার?সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সুন্দরী প্রতিযোগিতা। তবে অংশগ্রহণকারী সুন্দরীরা কিন্তু মানুষ নয়, মরুর জাহাজ উট। চলতি মাসের ১৯ তারিখে শুরু হবে ‘কিং আবদুল আজিজ ক্যামেলস ফেস্টিভ্যাল’ নামে সুন্দরী উটের প্রতিযোগিতা। চলবে এপ্রিলের ১৭ তারিখ পর্যন্ত। এ উপলক্ষে সেখানে জড়ো হয়েছে তিন লাখ উট।সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সেরা সুন্দরী উটকে ২৫ মিলিয়ন পাউন্ড পুরস্কার দেওয়া হবে। তবে রয়েছে কিছু শর্ত। উট সুন্দরীদের সৌন্দর্য বৃদ্ধিতে কোনো কৃত্রিম পদ্ধতির আশ্রয় নেওয়া যাবে না। তাদের প্রাকৃতিক সৌন্দর্যে থাকবে না মানুষের হস্তক্ষেপ। সুন্দরীদের কোঁকড়ানো চুল, আকর্ষণীয় কান, দীর্ঘ চোখের পাতা আর আদর্শ কুঁজের গড়নেই সেরাকে নির্বাচিত করা হবে। পুরস্কারের অর্থের জোগান মেলে ‘কিং আবদুল আজিজ দারাত’ থেকে।ড. তালার আল তোরিফি নামে সুন্দরী প্রতিযোগিতার এক মুখপাত্র বলেন, মেলাতেই পুরস্কৃত করা হবে সুন্দরী উটগুলোকে। জাত এবং রঙের বিচারে উটগুলোকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। আল ওয়াদাহ জাতের সাদা উট, আল মাজাহাতের জাতের গাঢ় রঙের উট এবং আল হোমোর জাতের লালচে ও বাদামি উটের আগমন ঘটবে এই মেলায়।তালাত আরো জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি উটকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে। মাথার আকার, দাঁত, ঠোঁট, গলার দৈর্ঘ্য, কুঁজের আদর্শ গড়ন ইত্যাদি বিবেচনা করে উটগুলোকে প্রতিযোগিতায় নামানো হবে।উট সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয়েছে কবিতা, লোকসংগীত (শালাত) এবং উটের নিলামেরও। মেলা প্রাঙ্গণ উট, উটের মালিক এবং দর্শকদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে। চলতি বছর মার্চের ১৯ থেকে এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত চলবে এই উট উৎসব মেলা। এ সময় শেয়ারবাজারে উটের দাম ৭০ শতাংশ বেড়ে যাবে বলে উল্লেখ করেন তালাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat