কক্সবাজারের মহেশখালী উপজেলায় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত
নিজস্ব প্রতিনিধি:-
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তির নাম ‘খুইল্লা ডাকাত’। এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি অস্ত্র ও ৩৫টি গুলি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধে নিজেদের চার সদস্যও আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) ড. এ কে এম ইকবাল হোসেন ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলি পাহাড়ি এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ।’‘এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে খুইল্লা ডাকাত নিহত হয়।’পুলিশ জানায়, নিহত ব্যক্তি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল গ্রামের বাসিন্দা।