দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার
রাজশাহী প্রতিনিধিঃ-
রাজশাহীর দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পৌর এলাকার হরিপুরের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তিনি বেশকিছু দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।সকালে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আসলাম উদ্দিন, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।