বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্পোর্টস ডেস্ক:-
এর আগে এই টুর্নামেন্টে গত তিনটি মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার তারা ফাইনালের আগেই বিদায় নিয়েছে। তাই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
লালমনিরহাটের এই প্রাথমিক বিদ্যালয়টি ফাইনালে ১-০ গোলে বড়বড়িয়া প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে। ম্যাচের একমাত্র গোলটি আসে মিতু আক্তারের পা থেকে। প্রথমার্ধে করা তার একমাত্র গোলটিতেই জয় নিয়ে মাঠ ছড়ে টেপুরগাড়ি। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিলেটের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাডেন ডেথে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের দলটি। ফাইনালে টৈটং টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় কামরাঙ্গী বিদ্যালয়কে।