হজরত খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর ৬৫তম ওফাত দিবস পালিত হয়েছে
নিজস্ব প্রতিনিধি:-
উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল বিশ্বশান্তির মহাসাধক শাহান শাহে তরিকত হজরত খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর ৬৫তম ওফাত দিবস (মৃত্যুবার্ষিকী) পালিত হয়েছে।
প্রতিবছরের মতো এবারও বার্ষিক তাৎপর্যময় আনুষ্ঠিকতা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বশান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরিফের মাজার জিয়ারত করে মোনাজাত পরিচালনা করেন বর্তমান গদিনশীন সাজ্জাদানীশীল হুজুর পাক খাজা কামাল উদ্দিন নুহু মিয়া। দেশ-বিদেশের লাখো জাকের ভাই-বোন ও ভক্তদের ‘আমিন, আমিন’ ধ্বনিতে দরবার শরিফের আশপাশের বিভিন্ন স্থান মুখর হয়ে ওঠে।এ সময় উপস্থিত ছিলেন খাজা কুদ্দুস আলী, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ মাহফুজুর রহমান (বাবলু), আলহাজ হামিদুল হক, আবদুল কায়েম সরকার, মাওলানা আবদুল আওয়াল, মুরাদ খান, আনছার কমান্ডার আনিছুর রহমান, লিটন সরকার।আখেরি মোনাজাতে দরবার শরিফের বর্তমান গদিনশীন হুজুর পাক খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনার মাধ্যমে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে ওফাত দিবসের এই ধর্মীয় মহাসমাবেশ শেষ হয়।