কামরাঙ্গীরচরে ভবনের ছাদ থেকে ইট পড়ে এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর কামরাঙ্গীরচরে ভবনের ছাদ থেকে ইট পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুর নাম মো. শামীম (১১)। সে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আমির আলীর ছেলে। নিহত শিশু শামীমের চাচা মো. হানিফ জানান, কামরাঙ্গীরচরে বিদ্যুৎ অফিস গলির একটি বাসায় ভাড়া থাকে শামীমের পরিবার। বিকেলে গলিতে খেলার সময় পাশের একটি ভবনের ছাদ থেকে কয়েকটি ইট শামীমের গায়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।