দিনাজপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, মামলা দায়ের : ধর্ষক পলাতক , দিনাজপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ ২ যুবক আটক
দিনাজপুর প্রতিনিধি :-
দিনাজপুর সদর উপজেলা পল্লীতে ১৪ বছর বয়সের ১ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে ১ জনকে আসামী করে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে সদর উপজেলার দরবারপুর গ্রামের বাসিন্দা ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীর পিতা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। মামলা নং ৫, তাং- ২/৩/১৭ ইং। মামলার আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার অভিযোগে প্রকাশ, সোমবার দিনাজপুর সদর উপজেলার দরবারপুর ডাঙ্গাপাড়া গ্রামের ১৪ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে কাজে যায় তার মা। পরে প্রতিবেশী আজাহার আলী মেয়েটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে। এসময় ওই প্রতিবন্ধী কিশোরীর চিৎকার করলে তাকে বাড়ি থেকে বের করা হয়। কিশোরীর মা জানান, ঘটনা শুনে তিনি বাড়িতে এসে দেখেন মেয়ে বাড়িতে চৌকি (খাট)’র উপর শয্যাসায়ী অবস্থায় শুয়ে আছে। ধর্ষক আজাহার আলী ও তার স্ত্রী সাহেরা খাতুন ওই কিশোরীর মায়ের কাছে এসে ঘটনা জানাজানি না করতে এবং চিকিৎসার জন্য একশ টাকা প্রদান করেন। ঘটনার সংবাদ পেয়ে কিশোরীর পিতা কুমিল্লা থেকে বৃহস্পতিবার বাড়ী ফিরে থানায় মামলা দায়ের করেন।
দিনাজপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ ২ যুবক আটক
দিনাজপুর প্রতিনিধি :-
র্যাবের অভিযানে দেড়শ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ ইসরাইল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে র্যাব সদস্যদের পক্ষ হতে দেড়শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
আটক ২ যুবক ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের আকাশ (২৬) ও জীবন (২৪)কে বিকেলে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অভিযোগে প্রকাশ, বৃহস্পতিবার দুপুর ১২টায় ওই ২ যুবক সন্দেহ জনক অবস্থায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে ঘুরাফেরা করার সময় তাদেরকে র্যাবের টহলদল আটক করে। আটক যুবকদ্বয়ের শরীর তল্লাশী করে দেড়শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে মামলা দাযের করা হয়েছে।##