রুমানা চৌধুরী :–
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাদের ভক্তদের জন্য বরাবরই চমক নিয়ে হাজির হন। ভারতের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেমন নিজের ফ্যাশন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন, ঠিক তেমনি হলিউডের একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও লাল গালিচায় গাউন গায়ে দিয়ে আসায় চোখ ফেরানো যাচ্ছিল না প্রিয়াঙ্কার উপর থেকে।
টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যায় প্রিয়াঙ্কার সাদা রঙের জ্যামিতিক ঢংয়ের গাউনটি নকশা করেছেন রালফ ও রাসো। লাল গালিচায় সাদা পোশাকে তাই প্রিয়াঙ্কাকে একটু আলাদাই লাগছিল।
প্রিয়াঙ্কার ফিট শরীরে এই কাঁধ খোলা গাউন পুরোপুরি মানানসই ছিলো। এভাবেই ৩৪ বছর বয়সী এই ডিভা চিত্রগ্রাহকদের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছিলেন অস্কারের মূল অনুষ্ঠান শুরুর আগে। তাঁর মসৃণ চুল, লিপস্টিক ছাড়া ঠোঁট এবং কাজল দেয়া চোখে এক কথায় অসাধারণ লাগছিলো তাকে। খুব একটা অনুষঙ্গও তাঁর শরীরে দেখা যায়নি, শুধু হাতের ব্রেসলেট ও কানের দুল ছাড়া।একথা নির্দ্বিধায় বলাই যায়, আরও একবার ভারতীয় এই আবেদনময়ী অভিনেত্রী আন্তর্জাতিক অঙ্গনে নিজের ফ্যাশনের ছাপ ফেললেন গভীরভাবে।