দেয়াল দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ করে রাখায়,সংসদ সদস্য (এমপি)কে আওয়ামী লীগের তলব
নিজস্ব প্রতিনিধি:-
খুলনার পাইকগাছায় দেয়াল দিয়ে প্রতিবেশী এক পরিবারকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) শেখ মোহাম্মদ নুরুল হককে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তলব করা হয়েছে।
আজ রোববার রাজধানীতে কেন্দ্রীয় ঈদগাহের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযানের সময় সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।‘ওই এমপিকে ঢাকায় পার্টি অফিসে তলব করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি ওই দেয়াল ভেঙে ফেলতে পুলিশকে নির্দেশ দিয়েছি, রাতেই বেশিরভাগ অংশ ভাঙা হয়েছে’, বলেন ওবায়দুল।সম্প্রতি খুলনা-৬ আসনের এমপি নুরুল হকের পরিবারের বিরুদ্ধে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার পরিবারকে বাড়ি থেকে উৎখাত চেষ্টার অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েক ফুট উঁচু দেয়াল তুলে প্রতিবেশী পরিবারটির বাড়িতে আসা-যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনাও ঘটেছে।তবে এমপি পরিবার প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে যথেষ্ট সহায়তা পাওয়া যাচ্ছে না বলেও জানাচ্ছেন বাদীপক্ষ।খুলনার পাইকগাছার স্থানীয় আওয়ামী লীগকর্মী মোহাম্মদ আজিজ ও তাঁর পরিবারের অভিযোগ, যে বাড়িটিতে ৭০ বছর ধরে তাঁরা বসবাস করে আসছেন, সেটিকে ঘিরে গত বছরের জানুয়ারিতে বেশ কয়েক ফুট উঁচু ইটের দেয়াল তৈরি করে তাঁদের অনেকটা অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। অবস্থা এমন পর্যায়েও পৌঁছেছে যে, তাঁদের দেয়াল খুঁড়ে বাড়ি থেকে বের হতে হয়েছে।আজিজের পরিবারের কিছু সদস্য দাবি করেন, বাড়ি থেকে বের হতে হলে মইয়ের সাহায্যে প্রাচীর ডিঙাতে হয়। বাড়ির বয়স্ক ও শিশুদের জন্য বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ ও অমানবিক।এদিকে বিবিসির সর্বশেষ এক প্রতিবেদনে দাবি করা হয়, প্রতিবেশীর চলাচলের রাস্তায় তোলা সেই দেয়াল ভাঙা শুরু হয়েছে।