নিজস্ব প্রতিনিধি: –
রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার পর পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার সকালে আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, আশুলিয়ার কুমকুমারী এলাকার মেয়েশিশুটি একটি স্কুলে পড়ে। সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এ সময় চকলেট কিনে দেওয়ার কথা বলে প্রতিবেশী হামেদ আলী শিকদার (৬০) শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে একটি কক্ষে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে ওই ব্যক্তি পালিয়ে যান।পিটুনিতে শিশুটির সারা শরীরে দাগ পড়ে গেছে। তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠু বিচার দাবি করেছেন।স্থানীয় কয়েকজনের অভিযোগ, কয়েক মাস আগেও হামিদুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন।এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, শিশু ধর্ষণেচেষ্টার বিষয়টি তাঁর জানা নেই। কেউ অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।