নিজস্ব প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় পিকনিকের বাস পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১১ জন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার মহাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের উপসহকারী কমিউনিটি কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম।নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ির জোহুর উদ্দীনের ছেলে এন্তাজ আলী (৬৫), নজরুল ইসলামের ছেলে আবদুল করিম (৩৫) ও রশিদ আলীর ছেলে হাসিম আলী (৬২)।হাসপাতাল কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর তিনজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদর উপজেলার বাবুডাইং এলাকায় পিকনিক করে দুটি বাসে বাড়ি ফিরছিল। বিকেল সাড়ে ৪টার দিকে মহাডাঙ্গায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরের মধ্যে পড়ে যায়। বাসের মধ্যে অন্তত ৫০ জন যাত্রী ছিল। বেশকিছু যাত্রী বাসের ওপরেও ছিল।