রুমানা চৌধুরী :-
নতুন ছবির পরিচয় অনুযায়ী বরুণ ধাওয়ান এখন ‘বদ্রিনাথ’। প্রেমিকার মন পেতে নানা কাজই করতে দেখা যাবে তাঁকে এই ছবিতে। তবে ‘রিল লাইফ’ আর ‘রিয়েল লাইফ’-র মধ্যে ফারাক তো নেহাত কম নয়। চলতি বছরের বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনে ভোট দেওয়ার সুযোগই পাননি বরুণ ধাওয়ান। ফেমিনার খবরে জানা গেল, ভোটার তালিকায় নাকি নামই ওঠেনি বলিউডের নতুন প্রজন্মের সফলতম এই তারকার।
এই প্রসঙ্গে স্বাভাবিকভাবেই হতাশা চেপে রাখতে বেগ পেয়েছেন বরুণ, ‘দুর্ভাগ্যবশত আমার নাম তালিকাতেই আসেনি। ব্যাপারটা খুবই উদ্ভট ঠেকছে আমার কাছে, কারণ গত বছর আমি ভোট দিয়েছি’, বলেন তিনি।তালিকায় নাম না থাকায় ভোট দিতে না পারলেও এ নিয়ে সহজে হাল ছাড়ছেন না বরুণ। নিজের নাম কেন উঠল না, এ নিয়ে খোঁজখবর নেবেন দ্রুত। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের কাছে যাব। সেখানে গিয়ে দেখতে চাই যে আমার নাম কোথায় আছে।’২৯ বছর বয়স্ক এই তারকা অবশ্য সবাইকেই ভোটের বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। ভোটের বিষয়টি সবার জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।ভোটার তালিকায় নিজের নাম খোঁজার অভিযানের পাশে বরুণ এখন মূলত ব্যস্ত সময় পার করছেন ছবির প্রচারণায়। আলিয়া ভাটের সঙ্গে তাঁর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিটি এখন প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষণ গুনছে। স্বয়ং ‘বদ্রিনাথ’ যে এখন এ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটাবেন, তা তো বলাই বাহুল্য!