রুমানা চৌধুরী :গত বছর হলিউডের সবচেয়ে রোমান্টিক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জলি ও ব্র্যাড পিটের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এর পর বলতে গেলে মুখে কুলুপ এঁটে বসেছিলেন জলি। ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দটি প্রকাশ করেননি তিনি। তবে এই প্রথমবারের মতো মুখ খুলেছেন ৪১ বছরের লাস্যময়ী নায়িকা।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা বলেন, ‘আমি এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, সময়টা খুবই কঠিন ছিল। অনেক মানুষই এই পরিস্থিতির স্বীকার হয়েছেন। আমার পুরো পরিবার, আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’অ্যাঞ্জেলিনা আরো বলেন, তাঁর সংসারের ছয় সন্তান এখনো একটি পরিবার এবং সন্তানরা তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমরা একটি পরিবার, আমরা সব সময়ই একটি পরিবার থাকব। আমরা কঠিন সময় পার করছি। মনে হয়, সময়ই আমাদের পরিবারকে শক্তিশালী করে তুলবে। আমার সন্তান, আমার কেন্দ্রবিন্দু। মনোবলের মাধ্যমেই আমরা পথ খুঁজে বের করব।’বর্তমানে নতুন ছবি ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’-এর প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন জলি। তিনি ছবিটি পরিচালনা করেছেন। তাই প্রায়ই প্রতিদিনই তাঁকে কোথাও না কোথাও ছোটাছুটি করতে হচ্ছে।বর্তমানে আমি এমন একটি মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি, যখন সবাই আমার রুমে থাকছে। দুটি হ্যামস্টার, দুটি কুকুর এবং আমার দুটি সন্তান এ মুহূর্তে আমার সঙ্গে আছে। এটি খুবই চমৎকার। কিন্তু সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর খুঁজে বের করার চেষ্টা করি যে, কে কুকুরকে নিয়ে বাইরে যাবে, কে প্যানকেক তৈরি করবে এবং কে আগের রাতে দাঁত ব্রাশ করেনি।’বিচ্ছেদের পর জনসমক্ষে আসতে জলির মতো ব্যাড পিট অবশ্য বেশি সময় নেননি। তিনি বিচ্ছেদের দুই মাস পরই জনসমক্ষে আসেন ‘মুনলাইট’ ছবিটির কারণে। অস্কারে মনোনয়ন পাওয়া ছবিটির সহপ্রযোজক ছিলেন ব্র্যাড পিট।