- প্রকাশিত : ২০১৭-০২-১৬
- ৬২৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশই এগিয়ে থাকবে
স্পোর্টস ডেস্ক: আর কয়দিন বাদেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, এই সফরে সবই খেলবেন মাশরাফি-মুশফিকরা। পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি দেশ ছাড়ার কথা তাঁদের। অবশ্য এখনো সিরিজের সূচি ঠিক হয়নি, ঘোষণা হয়নি দলও।
তবে আসন্ন এই সিরিজে কোন দল কেমন করবে তা নিয়ে এখন চলছে জোর আলোচনা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন দলটির ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
বৃহস্পতিবার এ সম্পর্কে সাংবাদিকদের সুজন বলেন, ‘অভিজ্ঞতা এবং সামর্থ্য দুই ক্ষেত্রেই শ্রীলঙ্কার বর্তমান দলটির চেয়ে আমরা এগিয়ে আছি। আমার বিশ্বাস, এই সিরিজে আমরা ভালো কিছু করব। এখন তিন ফরমেটেই আমাদের ভালো করার সামর্থ্য আছে।’
অবশ্য নিউজিল্যান্ড ও ভারত সফরে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। দল হারলেও গত দুটি সিরিজে ছোট ছোট কিছু অর্জন আসন্ন সিরিজে কাজে আসবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘হ্যাঁ, এটা ঠিক নিউজিল্যান্ড ও ভারত সফরে দল সাফল্য পায়নি। তাই বলে খারাপ খেলেছে তা আমি বলব না। ছোটখাটো কিছু ভুল ছিল যে কারণে হয়তো দল বড় সাফল্য পায়নি। এই সিরিজে তা কাটিয়ে উঠতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে বলে আমার বিশ্বাস।’
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..