উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম নিহত হয়েছেন
আন্তর্জাতিক ডেস্ক :-
উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম নিহত হয়েছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরে এক হামলায় তিনি নিহত হন।
কুয়ালালামপুর পুলিশের বরাত দিয়ে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে বিবিসি এ খবর জানায়।মালয়েশিয়ান পুলিশ জানায়, সোমবার চীনের ম্যাকাও যাওয়ার উদ্দেশে কিম জং ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে এক নারী গরম কাপড় দিয়ে ন্যামের মুখমণ্ডল চেপে ধরেন। এতে ন্যামের দুই চোখ পুড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।কীভাবে এ হামলার ঘটনাটি ঘটলো তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন মালেশিয়ান পুলিশ কর্মকর্তা ফাদজিল আহমদ।
নিহত ন্যাম উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের বড় ছেলে এবং কিম জং উনের সৎ ভাই।