চুনারুঘাটে আবুধাবী প্রবাসী সৈয়দ জালাল মিয়া মিথ্যা মামলায় জেল
হোসাইন আলী রাজন,চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে আবুধাবী প্রবাসী সৈয়দ জালাল মিয়া মিথ্যা মামলায় গত ৪দিন ধরে
খাটছেন। জানাযায়, চুনারুঘাট উপজেলার পীরের গাও গ্রামের মৃত সৈয়দ আঃ হান্নানের ছেলে আবুধাবী প্রবাসী সৈয়দ জালাল মিয়া (৪০)কে নরসিংদি কোর্টের জিআর-২৬/০৭ মামলায় ওয়ারেন্টের আসামী হিসেবে গত ২৬জানুয়ারী সকাল ১১টায় গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। উল্লেখ্য যে, তিনি ওই দিন ভোর ৬টায় আবুধাবী থেকে তার বাড়িতে ফিরেন। গ্রেফতারকৃত সৈয়দ জালাল মিয়ার স্ত্রী মোছাঃ আছিয়া খাতুন জানান, ২০০২ সাল থেকে আমার স্বামী স্থায়ীভাবে আবুধাবীতে চাকুরি করছেন। ২০০২সাল থেকে গ্রেফতার হওয়ার পূর্ব পযর্ন্ত আমার স্বামী আবুধাবীতে ছিলেন। ওই মামলা নরসিংদি কোর্টে দায়ের করা হয় ঘটনার তারিখ ও সময়ে সৈয়দ জালাল মিয়া আবুধাবীতে কর্মরত ছিলেন। একটি কুচক্রী মহল আমার স্বামীকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য নরসিংদি জেলায় একটি মিথ্যা মামলা দায়ের করায়। নরসিংদি কোর্টে খোজ নিয়ে জানাযায়,জিআর-২৬/০৭ মামলায় সৈয়দ জালাল মিয়া নামে কোনো আসামী নেই এবং সৈয়দ জালাল মিয়ার নামে কোনো ওয়ারেন্টও নেই। কে বা কারা জালাল মিয়াকে ফাসানোর জন্য এ ধরণের কাজ করেছে বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।