- প্রকাশিত : ২০১৭-০১-৩০
- ৭৭১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ফেসবুক-টুইটার পছন্দ করেন না রণবীর
বিনোদন ডেস্ক:– তথ্য-প্রযুক্তি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে যে কোন দেশের তারকা যেন ভক্তদের হাতের নাগালেই। কখন কোথায় কী কাজ করছেন, মন ভাল কি খারাপ সব খবর ঘরে বসে জানতে পারার সময় চলে এসেছে।
বাংলাদেশে এই যোগাযোগ মাধ্যম ফেসবুক। অন্যদিকে সারাবিশ্বে মোটামুটি টুইটার, ইনস্টাগ্রামের জনপ্রিয়তা অধিক।
বলিউডে এই তালিকায় ঐশ্বরিয়া, কঙ্গনা রানাউত, কারিনা কাপূর, সাইফ আলি খান, রানিদের পদচারণা সব সময় দেখা যায়। তবে এদের মধ্যে ব্যতিক্রম রণবীর কাপূর। অনলাইন মিডিয়া তিনি বিশ্বাসী নন, পছন্দও করেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বললেন, আমি সোশ্যাল মিডিয়া খুব একটা ব্যবহার করি না। কারণ বেশি ব্যবহার করলে এর কোনও মানে থাকে না। বাকিদের কাছে জনপ্রিয়তা হারিয়ে যাবে। বাকিদের আপনাকে একঘেয়ে লাগবে। বরং আমি অদৃশ্য থাকতেই পছন্দ করি। যখন কোনও ছবি রিলিজ থাকে না, অদৃশ্য থাকাটা বেশ এনজয় করি আমি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..