×
ব্রেকিং নিউজ :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার বস্তুনিষ্ঠ সংবাদ গুজব প্রতিরোধ করে: তথ্য ও সম্প্রচার সচিব
  • প্রকাশিত : ২০১৭-০১-২৯
  • ৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রত্নতত্ত্ব সংস্কারে প্রায় ২২ কোটি টাকা সহায়তা দিবে ভারত
নিজস্ব প্রতিনিধি: - রাজশাহী মহানগরীর সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও প্রত্নতত্ত্ব অবকাঠামোর সংস্কারে প্রায় ২২ কোটি টাকার অর্থ সহায়তা দিচ্ছে ভারত সরকার। নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও একটি প্রাচীন গ্রন্থাগার সংস্কারসহ প্রত্নতত্ত্বের অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণে এ অর্থ দেবে ভারত সরকার। এরই মধ্যে প্রথম দফায় ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে দেশটি। এ নিয়ে প্রকল্প হাতে নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ প্রকল্পে অর্থায়নের বিষয়ে রবিবার দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. আমিনুল হক ও রাসিকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম চুক্তি স্বাক্ষর করেন। এ সময় রাজশাহী সদর আসনের (সিটি এলাকা) সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, ইআরডি’র যুগ্ম সচিব কমলেশ কুমার দাশ, রাজশাহীস্থ ভারতের সহকারী হাই কমিশনার অভিজিত চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর উপলক্ষে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নগরভবন সম্মেলন কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এমপি। রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনীর হোসেন ও রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাকে নগরীর চাবি উপহার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা, রাসিকের কাউন্সিলর ও নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে বিকালে অতিথিরা নগরভবনে এসে পৌঁছালে তাদের অর্ভ্যথনা জানানো হয়। পরে সেখানে দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারী এলাকার প্রাচীন একটি গ্রন্থাগার সংস্কার, ফুটপাত নির্মাণ ও জলাধার নির্মাণ করা হবে। এরই মধ্যে ভারত সরকার ১০ কোটি টাকা বরাদ্দও দিয়েছে। ওই অর্থে নগরীর ছয়টি প্রাচীন মন্দির ও নগরীর তালাইমারি এলাকার প্রচীন গ্রন্থাগার সংস্কার করা হবে। দ্বিতীয় পর্যায়ে ভারত সরকার ১১কোটি ৯৫ লাখ ৪৫ হাজার টাকা দেবে। ওই অর্থে রাজশাহীর সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশের উন্নয়নে কাজ করা হবে। সংবর্ধনার জবাবে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশের স্বাধীনতায় বিশেষ অবদান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। আশা করি এই সুদৃঢ় সম্পর্ক অব্যাহত থাকবে। আজকের অনুষ্ঠানে শিক্ষানগরীর রাজশাহীর চাবি পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat