×
ব্রেকিং নিউজ :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার বস্তুনিষ্ঠ সংবাদ গুজব প্রতিরোধ করে: তথ্য ও সম্প্রচার সচিব
  • প্রকাশিত : ২০১৭-০১-২৮
  • ৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মা’ ছবিতে অপু না বুবলী?
‘মা ছবির ত্রিশ শতাংশ কাজ শেষ করেই নিখোঁজ হয়েছিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গত বছরের শুরুতে এই ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এর পর একটা সময় ছবির পরিচালক ঘোষণা দিয়েছিলেন, বুবলীকে নিয়ে ছবি আবারও শুরু করবেন তিনি। তবে সম্প্রতি অপুর ফিরে আসার খবরে এই সিদ্ধান্তে পরিবর্তন আসবে কি না, সেটাই এখন প্রশ্ন। ছবির পরিচালক কালাম কায়সার সংবাদ বিডি ডটটিভি অনলাইনকে বলেন, ‘আমরা শুনেছি তিনি ঢাকায় ফিরেছেন। কিন্তু আমাদের সঙ্গে এখনো কোনো ধরনের যোগাযোগ তিনি করেননি। আমি যতটা জানি তিনি কোনো পরিচালক বা প্রযোজকের সঙ্গেই তিনি যোগাযোগ করেননি। তবে সবাই বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে তিনি সংবাদ সম্মেলন করে সবার সঙ্গে কথা বলবেন, সব কিছু খুলে বলবেন। আমরাও অপেক্ষায় আছি, কারণ যেহেতু আমার সঙ্গে কোনো কথা হয়নি।’ কায়সার এ প্রসঙ্গে আরো বলেন, ‘আমার ছবিতে (মা) তিনি শুটিং করেছিলেন গত বছরের শুরুর দিকে। তার পর তিনি অন্য একটি ছবির শুটিং করেন। তারপর হঠাৎ জানতে পারলাম ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আর সবার মতো আমিও কোনো যোগাযোগ করতে পারিনি।’ এখন যদি সত্যি অপু বিশ্বাস ফিরে আসেন, তাহলে ছবিটি কাকে নিয়ে নির্মাণ করা হবে? এই প্রশ্নের জবাব পরিচালক দিলেন কৌশলীভাবে, ‘তিনি আগে ফিরে আসুন। কেন গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন তা আগে জেনে নিই। তারপর যদি প্রযোজক ও আমার কাছে উত্তর সন্তোষজনক হয়, তখন চিন্তা করব। কী করব এখই বলতে পারছি না। তবে আমি একজন পরিচালক হিসেবে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে—একটি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যেমন কোটি কোটি টাকা জড়িত, তেমনিই কয়েকশ মানুষের ভাত-কাপড়ের উৎসও এটি। সমস্যা হলেই কোনো খবর না দিয়ে আপনি নিখোঁজ হতে পারেন  না।’ গত বছর ২৪ জানুয়ারিতে এফডিসিতে এই ছবির শুটিং শুরু হয়। টানা ১০ দিন শুটিং করা হয় এফডিসি ও পুবাইলে। সেখানে অংশ নেন শাকিব খান ও অপু বিশ্বাস। ছবিতে দুই মায়ের চরিত্রে অভিনয় করবেন আনোয়ারা ও আফরোজা বানু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat