- প্রকাশিত : ২০১৭-০১-২৮
- ৬৩৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ইতিহাস গড়লেন সেরেনা উইলিয়ামস
ক্রীড়া প্রতিবেদক:টেনিসের উন্মুক্ত যুগে এতদিন ২২টি শিরোপা জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী স্টেফি গ্রাফের পাশে ছিলেন তিনি। আজ শনিবার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন তিনি।
অবশ্য সব মিলিয়ে ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন মার্গারেট কোর্ট। তা ছিল উন্মুক্ত যুগের আগে।
এদিন মেলবোর্নে অনুষ্ঠিত এই ম্যাচে ৬-৪, ৬-৪ গেমে জেতেন সেরেনা। এটি অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর সপ্তম শিরোপা। এই সাফল্যে র্যাংকিংয়েও শীর্ষস্থান নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।
ছোট বোনের ইতিহাস গড়ায় বাধা হয়ে দাঁড়াতে পারলেন না ভেনাস উইলিয়ামস। তবে ম্যাচ শেষে প্রিয় ছোট বোনকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে ভুল করেননি তিনি।
১৯৯৮ সালে এই মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ছোট বোন সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছিলেন এক বছরের বড় বোন ভেনাস। ১৯ বছর পর সেই মাঠেই ছোট বোনের কাছে হেরে গেলেন তিনি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..