- প্রকাশিত : ২০১৭-০১-২৭
- ৫৫৬ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
কল্যাণ শুরু করতে হয় নিজ ঘর থেকে : পরিবেশ ও বনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, কল্যাণ করতে চাইলে শুরু করতে হয় নিজ ঘর থেকে। ১৬ কোটি মানুষের এই দেশে কল্যাণ করার অনেক সুযোগ রয়েছে। উন্নত দেশগুলোতে সরকার শুধু অবকাঠামো করে দেয়। কিন্তু উন্নয়নশীল দেশে সরকারকে সবকিছুই করতে হয়। শিল্পোন্নত দেশগুলোতে ভিন্ন ভিন্ন সরকার থাকে। আমাদের দেশে সরকার একটিই। তবে স্থানীয় সরকার ও জাতীয় সরকারসহ নানাভাবে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
শুক্রবার রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনের শহীদ মোয়াজ্জেম হোসেন হলে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন।
পরিবেশ ও বনমন্ত্রী এপেক্স বাংলাদেশের কর্মকাণ্ডের প্রসংশা করে বলেন, নানা পেশায় সম্পৃক্ত থেকে একটি সংগঠনে ঐক্যবদ্ধ হয়ে মানব কল্যাণের সেবা করা তৃপিই আলাদা। এমনভাবে সমাজের জন্য ভাল ভূমিকা রাখা অগ্রগতির জন্য সহায়ক।
অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিরের সভাপতিত্বে আরও অংশ নেন জাতীয় সহসভাপতি খুরশেদ উল আলম অরুন, সদ্য বিদায়ী জাতীয় সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান, এপেক্স গ্লোবালের চেয়ারম্যান মো. আসলাম হোসাইন, এপেক্স গ্লোবালের সদ্য বিদায়ী চেয়ারম্যান এবং এপেক্স অস্ট্রেলিয়ার সাবেক জাতীয় সভাপতি কেট হাট, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি টিকে বাড়ৈ তরুণ, এলজি ও পিএনপি অধ্যাপক কুদরত-ই-খুদা, এলজি ও পিএনপি আব্দুর রউফ শিকদার, এলজি ও পিএনপি ড. মশিউর রহমান, ৪১তম জাতীয় কনভেনশনের প্রধান উপদেষ্টা এলজি ও পিএনপি আনিসুজ্জামান সাতিল, এলজি ও পিএনপি এম কুতুব উদ্দৌল্লাহ, এলজি ও পিএনপি ডা. জবিউল হোসেন, এলজি ও পিএনপি শাহ আলম নিপু, এলজি আশরাফুল হক মানিক, এলজি ও পিএনপি ইঞ্জিনিয়ার শেখ পারভেজ উদ্দিন, এলজি মোশারফ হোসেন মিশু, এলজি ও পিএনপি মো. ইয়াসিন চৌধুরী, এলজি ও পিএনপি অভিজিৎ দাস ববি, এলজি সায়মুল হক সায়েম, পিএনপি রমিজ উদ্দিন, পিএনপি হাসান ফেরদৌস জুয়েল, পিএনপি জসিম উদ্দিন, পিএনপি সালাউদ্দিন মাহমুদ, ৪১তম জাতীয় কনভেনশনের চেয়ারম্যান জাতীয় সচিব ফয়সাল শাহেদ সুমন, এনওয়াইসিটি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, ডিজি-১ ভূবন লাল ভারতী, জাতীয় কোষাধ্যক্ষ রুহুল মঈন চৌধুরী, ‘রাজাধনী এপেক্স’ নামের স্মরণিকার সম্পাদক নিজাম উদ্দিন শরীফ এবং তথ্য ও যোগাযোগ কমিটির চিফ কো-অর্ডিনেটর মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। এছাড়া সকল বোর্ড মেম্বার অংশ নেন।
অনুষ্ঠানে ‘দ্য বাংলাদেশ এপেক্সিয়ান’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন মঞ্জু। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ১২০টি ক্লাবের কয়েক হাজার এপেক্সিয়ান অংশ নেয়।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..