- প্রকাশিত : ২০১৭-০১-২০
- ৫৮২ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
ক্রয় কর্মকর্তাকে গুলি করে ৭০ হাজার টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার:
রাজধানীর পুরান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ক্রয় কর্মকর্তাকে গুলি করে ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা।
গতকাল বেলা ৩ টার দিকে পুরান ঢাকার নবাবপুর বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম হারুন অর রশিদ (৪৫)। তিনি বনানী এবিসি গ্রুপে ক্রয় কর্মকর্তা (পার্সেজ অফিসার) হিসাবে কর্মরত।
আহত হারুন জানান, তিনি উত্তর মুগদায় থাকেন। দুপুরে দোকানদারদের কাছ থেকে টাকা নিয়ে নবাবপুর এলাকায় আসলে ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে বাম পায়ের উরুতে গুলি করে টাকার ব্যাগটি নিয়ে যায়।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায়, আহত হারুন বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..