×
ব্রেকিং নিউজ :
বস্তুনিষ্ঠ সংবাদ গুজব প্রতিরোধ করে: তথ্য ও সম্প্রচার সচিব এবার হজ প্যাকেজের মূল্য ৪ লাখ ৭৮ হাজার টাকা এইচপিভি টিকা নিয়ে গুজব না ছড়ানোর আহবান তৈরী পোশাক শিল্পে কর্মপরিবেশ ফিরিয়ে এনেছে সরকার : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খালেদা জিয়ার ১১ মামলা হাইকোর্টে বাতিল ইউএনএইচআর অফিস খোলার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি : তৌহিদ সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্কুলে আসতে দেরি, প্রিন্সিপালসহ ৫ শিক্ষক বহিস্কার

আর্ন্তজাতিক ডেস্ক:

স্কুলের ছাত্ররা পড়াশোনায় অতি দুর্বল। নিজের মাতৃভাষাটুকু শেখার ক্ষেত্রেও করুণ দশা তাদের। অবশ্য তা নিয়ে শিক্ষকদের কোনও চিন্তা নেই। তাঁরা দুলকিচালে রোজ স্কুলে আসেন-যান, নিয়মকানুনের তোয়াক্কা না করে। হেলেদুলে  করে পড়ান। মাস গেলে মাইনেটা ঠিক বুঝে নেন। তবে বেশিদিন এভাবে চালিয়ে আর কতদিনই বা পার পাওয়া যায় ? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। অভিযুক্ত শিক্ষকদের শাস্তিও দেওয়া হয়েছে। সাসপেন্ড করে দেওয়া হয় তাদের।

ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের মিদজিল মণ্ডলের বল্লাভারাওপল্লি গ্রামের সরকারি স্কুলের। মণ্ডল শিক্ষা আধিকারিক এন পদ্মার বক্তব্য অনুযায়ী, সকাল ৯টা ১৫ নাগাদ স্কুলে প্রার্থনা শুরু হলেও প্রিন্সিপ্যাল সহ ওই পাঁচ শিক্ষক রোজ দেরি করে স্কুল আসতেন। পড়ুয়াদের পড়াশোনার ব্যাপারে তেমন নজর দিতেন না।   অভিভাবকরা অভিযোগ করতে পাত্তা দিতেন না তাতেও।

অভিযোগ পেয়ে নড়চড়ে বসেন কর্মকর্তারা। তদন্ত করে ওই পাঁচজনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত পাঁচজনকেই সাসপেন্ড করা হয়েছে। শিক্ষামন্ত্রী কাদিয়াম শ্রীহরি জানান, কর্তব্যে গাফিলতির দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষকদের ভালো বেতন দেওয়া হয়, অথচ তাঁরা নিজেদের কাজটুকু করেন না। এটার বদল দরকার।

আপাতত ওই স্কুলে অন্য স্কুল থেকে পাঁচ শিক্ষককে সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে। দেখা হচ্ছে স্কুলে যাতে পড়াশোনা ব্যাহত না হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat