- প্রকাশিত : ২০১৮-০৫-০৯
- ৬৭৫ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- আইএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ ২০১৮ তে পুরুষ একক আর নারী এককে ব্যক্তিগত ভাবে স্বর্ণ জিতলেন বাংলাদেশি অসীম এবং রোকসানা। তাদের পাশাপশি মরক্কোকে ২১৬-১৫২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের নারী আর্চার দল।
মওলানা ভাসানী স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপে আজ পুরুষদের এককে মামুনকে ১৪০-১৩৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশি অসীম। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্চার ইরাকের ফাতিমাকে ১৩৬-১৩৩ সেট পয়েন্ট ব্যবধানে হারিয়ে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের এককে স্বর্ণ জিতলেন রোকসানা।
চলতি টুর্নামেন্টের শুরু থেকেই বেশ দাপুটের সাথে লড়ছে বাংলাদেশি আর্চাররা। আসরে এখন পর্যন্ত শেষ হওয়া ৫টি ইভেন্টের মধ্যে ৪ টি স্বর্ণ ও ১ টি রৌপ্য জিতেছে বাংলাদেশের আর্চাররা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..