- প্রকাশিত : ২০১৮-০৫-০৩
- ৮৫১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- যুক্তরাষ্ট্রে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের জর্জিয়ার পোর্ট ওয়েঞ্চওয়ার্থে বুধবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
অবতরণের সময় বিমানটি সাভানাহ হিল্টনের প্রধান বিমানবন্দরের কাছে ২১ নম্বর হাইওয়েতে বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ডের ক্যাপ্টেন জেফরি বেজোর।
কার্গো প্লেনটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অন্তর্গত ছিল। এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল বলে দেশটির ন্যাশনাল গার্ড দাবি করছে।
গণমাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যায় বিধ্বস্ত প্লেনটিতে আগুন জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়া উড়ছে।
এ ঘটনায় শোক প্রকাশ করে ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম।
সূত্র: হাফিংটন পোস্ট
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..