×
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুথানে চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতা-কর্মীর জামিন না মঞ্জুর প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান কুয়েট শিক্ষার্থীদের দাবি শিগগির পূরণ করা হবে: শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে কাতারের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ কল্পনার নয়, আমরা বাস্তবসম্মত ঢাকা গড়তে চাই: উপদেষ্টা আদিলুর রহমান রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে কাতারের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনে ১৮ ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের আহ্বান বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে : মাহফুজ আল গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের অপরাধ চিহ্নিত করা গুরুত্বপূর্ণ উপায় : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ৪৩৪৫৫৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্য সংকট এবং চীন-মার্কিন উত্তেজনার কথা উল্লেখ করে ক্রমবর্ধমান বৈশ্বিক সংঘাতের মধ্যে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে অপ্রাসঙ্গিক বলে কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল রোববার যুক্তরাষ্ট্রের পডকাস্ট হোস্ট ‘লেক্স ফ্রিডম্যানকে’ দেয়া এক সাক্ষাৎকারে মোদি এসব কথা বলেন। তার মতে, জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো ‘প্রায় অপ্রাসঙ্গিক’ হয়ে পড়েছে। কারণ তাদের মধ্যে ‘কোনো সংস্কার’ আর বাকি নেই।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছিল, সেগুলো প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সেগুলোতে কোনো সংস্কার নেই। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান তাদের ভূমিকা পালন করতে পারছে না। বিশ্বের যেসব মানুষ আইন-কানুনকে গুরুত্ব দেয় না, তারা সবকিছু করছে, কেউ তাদের থামাতে পারছে না।’

করোনা মহামারি থেকে পাওয়া শিক্ষার কথাও তুলে ধরেন মোদি, যা প্রতিটি দেশের দুর্বলতা উন্মোচিত করে এবং বৈশ্বিক সংকটের সময় ঐক্যের প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল।

লেক্স ফ্রিডম্যানকে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ আমাদের সবার সীমাবদ্ধতা উন্মোচিত করে দিয়েছে। আমরা নিজেদেরকে যতই মহান জাতি, খুব প্রগতিশীল, খুব বৈজ্ঞানিকভাবে উন্নত মনে করি না কেন, কোভিড-১৯ এর সময়ে আমরা সবাই বিশ্বের প্রতিটি দেশ মাটিতে নেমে এসেছে।

মোদি বলেন,  ‘তখন মনে হচ্ছিল, পৃথিবী এর থেকে কিছু শিখবে আর আমরা এক নতুন বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত পরিস্থিতি এমন ছিল যে শান্তির দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে পৃথিবী ভেঙে পড়েছিল। অনিশ্চয়তার এক সময় আসে এবং যুদ্ধ আরো সংকট তৈরি করে’। 

উল্লেখ্য, গত বছর নরেন্দ্র মোদি জাতিসংঘের ‘সামিট অব দ্য ফিউচার’-এ তার ভাষণে পরিবর্তনের জন্য একটি স্পষ্ট আহ্বান জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, সংস্কার হলো প্রাসঙ্গিকতার চাবিকাঠি।

কয়েক দশক ধরে ভারত যুক্তি দিয়ে আসছে, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার যোগ্য। নয়াদিল্লি বলছে, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ১৫-জাতির কাউন্সিল একবিংশ শতাব্দীতে তার উদ্দেশ্যের জন্য উপযুক্ত নয় এবং সমসাময়িক ভূ-রাজনৈতিক বাস্তবতাও প্রতিফলিত করে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat