মরিশাসের বিরোধী নেতা নাভিন রামগুলাম মঙ্গলবার ঘোষণা করেছেন যে নির্বাচনে তার জোট ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে জয়লাভ করেছে। ‘বিশাল পরাজয়ের’ সম্মুখীন হওয়ার পর প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ তা স্বীকার করে নিয়েছেন। পোর্ট লুইস থেকে এএফপি এ খবর জানায়।
দুইবারের প্রাক্তন প্রধানমন্ত্রী রামগুলাম তার নির্বাচনী এলাকায় উল্লাসিত সমর্থকদের জমায়েতে বলেন, তার জোট মরিশাস দ্বীপের সবগুলো সংসদীয় আসনে জয়লাভ করেছে।
তিনি বলেন, ‘আমি আশা করি পিকেজে শিগগিরই পদত্যাগ করবে। দলটি ৬০-০ ব্যবধানে পরাজিত হয়েছে।
৭৭ বছর বয়সী উচ্ছ্বসিত রামগুলাম আরো বলেন, ‘জনগণের শক্তি একটি স্বৈরাচারের চেয়ে শক্তিশালী।’ আফ্রিকার সবচেয়ে ধনী এবং সবচেয়ে স্থিতিশীল গণতন্ত্রের একটি হিসাবে বিবেচিত দেশটির রোববার অনুষ্ঠিত ভোটে এখনও চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।
তবে জুগনাউথ সোমবার বলেন, জঙ্গি সমাজতান্ত্রিক আন্দোলনের (এমএসএম) নেতৃত্বে তার লেপেপ জোট ‘একটি বিশাল পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।’