×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২৪-১০-০৯
  • ২৩৪৩৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মুল্যস্ফীতি প্রায় স্থিতিশীল অবস্থানে এসেছে। সরকারিভাবে সাধারণ মূল্যস্ফীতি প্রায় এক শতাংশ কমেছে । সামগ্রিকভাবে আমরা মুল্যস্ফীতিকে স্থিতিশীল অবস্থানে রাখতে সক্ষম হয়েছি। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিরি ৭ম সভা শেষে সাংবাদিকদের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন । সভায় সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

‘বাজারে জিনিসপত্রের অনেক দাম’-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। একটু সময় লাগবে। ইতিমধ্যে আমরা কিছু সিদ্ধান্ত দিয়েছি। পেঁয়াজ ও আলুর ওপর শুল্ক কমিয়েছি, ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছি। আজ চিনির ওপর থেকে শুল্ক কমানো হলো।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোন অভাব হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আজ মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষিতে সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি, আপনারা স্বস্তি পাবেন।’

‘বাজারে কতো দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে’- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘স্বস্তি পাবেন। আপনারা ধৈর্যহারা হয়েন না। এ জিনিসটা কিন্তু অনেক জটিল। মনে করা ঠিক হবে না,  মূল্যস্ফীতি হঠাৎ করে বেড়ে গেছে। এটার পেছনে অনেকগুলো ফ্যাক্টর (বিষয়) আছে। এখানে বাজারের ফ্যাক্টর আছে। বাজারে মনিটরিংয়ের ফ্যাক্টর আছে। পণ্য উৎপাদন থেকে বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার রয়েছে।’

আরেক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন দাবি করেন , ‘চাঁদাবাজি কমেনি তা নয়, চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হাতবদল হওয়াটা এ মুহূর্তে যে কমেছে, তা বলা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ও রয়েছে।’

ডিমের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডিমের দাম কমেছে আজ। শহর  ও গ্রামে উভয় ক্ষেত্রেই সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মুল্যস্ফীতির হার গত মাসে কমেছে বলে জানান অর্থ উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat