×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৩২৪৩৪৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দুর্গাপূজাকে উৎসবমুখর করতে বিএনপি নেতা-কর্মীরা মণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবে। 
তিনি বলেন, বিএনপি সব সময় সনাতনীদের পাশে ছিলো। তাই নির্ভয়ে জাঁকজমকভাবে দুর্গাপূজা উদযাপন করার আহ্বান জানান তিনি।
আজ সোমবার চট্টগ্রামে হিন্দু ফাউন্ডেশনের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
মাহবুবের রহমান শামীম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
সমন্বয় সভায় চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
এ সময় মাহবুবের রহমান শামীম বলেন, উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে যেন সনাতনীরা দুর্গাপূজা করতে পারে তাই বিএনপি ম-পে ম-পে দায়িত্ব পালন করতে স্বেচ্ছাসেবক টিম করেছে। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও জেলার সমন্বয় টিমের পাশাপাশি মনিটরিং সেল গঠন করা হয়েছে। 
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপি নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছে। যার ফলে পতিত স্বৈরাচার সুযোগ নিতে পারেনি। কিন্তু তারা সম্মুখে না থাকলেও গোপনে ওঁৎপেতে রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল বলেন, দুর্গাপূজা দেশের মানুষের কাছে সম্প্রীতির নজির হয়ে থাকবে। পতিত স্বৈরাচারের দোসররা যতই ষড়যন্ত্র করুক, তা দেশের জনগণ রুখে দিবে। বিএনপি নেতা-কর্মীরা দিনরাত আপনাদের পাশে থাকবে।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থ, আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী, সাবেক সভাপতি ইন্দু নন্দন দত্ত, সহ-সভাপতি বিপুল দত্ত, বিজয় গোপাল বৈষ্ণব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat