সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সমস্যা লাঘব ও জীবিকা পরিস্থিতির উন্নতিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য জরুরি মানবিক সহযোগিতা কার্যক্রম গ্রহণ করেছে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড (ইউসিএল)। বন্যার কারণে স্থানীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ও ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকার সমস্যা মোকাবিলায় এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
এই ত্রাণ উদ্যোগের মাধ্যমে এক হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়া এই ত্রাণ সমাজে সহনশীলতা বৃদ্ধি ও তাদের আর্থিক সহায়তা জোরদার করতে সাহায্য করবে। একটি অ-রাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশান (ইপসা) এর সহযোগিতায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ইউসিএল এর একটি নিবেদিত টিম।
সিলেট অঞ্চলের মানুষের ওপর বন্যা ইতিহাসগতভাবে ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমান সংকটে ১০ লাখেরও বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অনেক গ্রাম ও শহর এখনো পানির নিচে ডুবে রয়েছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যা আশ্রয়কেন্দ্র্রে আশ্রয় নিয়েছে।