জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ রাঙ্গামাটিতে র্যালী,আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ এনেক্স ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
জেলা মৎস্য বিষয়ক আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মো: আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো মোতাছেম বিল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ রাজু, জেলা সিভিল সার্জন ডা:নূয়েন খীসা,জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি উদয়ন বড়ুয়া প্রমুখ।
সভা শেষে জেলার সফল মৎস্য চাষীদের মাঝে মৎস্য বিভাগের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
আলেচনা সভার আগে সকাল ১০টায় শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে জেলা পরিষদ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।