নীলফামারী জেলার সদর উপজেলায় আজ ‘রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এককোটি ১৫ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা সদরের গোরগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে চওড়া বড়গাছা ইউনিয়নের চৌরঙ্গী বাজার পর্যন্ত ওই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
পরে এ উপলক্ষে চৌরঙ্গী বাজারে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর এমপি।
জেলায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুজার রহমান, চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের প্রমুখ।
সদর উপজেলা প্রকৌশলী বিরল চন্দ্র রায় জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এক কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটি নির্মিত হচ্ছে। এককোটি ১৫ লাখ টাকা ব্যয়ে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ থেকে মানিকের বাজার হয়ে চওড়া বড়গাছা ইউনিয়নের চৌরঙ্গী বাজার পর্যন্ত সড়কটি নির্মিত হচ্ছে। আগামী বছরের ৯ এপ্রিলের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।