×
ব্রেকিং নিউজ :
দক্ষিণ চীনে সড়ক ধসে ১৯ জন নিহত গোপালগঞ্জে বিদেশে রফতানীযোগ্য নতুন জাতের বাসমতি ধানের ফসল কর্তন উৎসব অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হলো না স্মিথ-ম্যাকগার্কের বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইসরায়েলের রাফাতে স্থল অভিযান হবে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’: জাতিসংঘ বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে ছিলেন সোচ্চার সর্বদা খাদ্যমন্ত্রী তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সকালে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী ওটিটিতে ঊষসীর অভিষেক শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে আওয়ামী লীগ
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২১২৩২৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ ঘোড়াঘাট  উপজেলা বিএনপি'র সভাপতি ও  সাধারণ সম্পাদক সহ বিএনপি- জামাতের ৩০ নেতাকর্মী নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।  
আজ বৃহস্পতিবার দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন এ আদেশ দেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 
পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, জেলার ঘোড়াঘাট  উপজেলায় গতবছর অক্টোবর ও নভেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনের নামে জ্বালাওপোড়াও  এবং অগ্নি সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধনে জড়িত থাকার অপরাধে সংশ্লিষ্ট থানায় পুলিশ তাদের বিরুদ্ধে  দুইটি নাশকতার মামলা দায়ের  করে। ওই  মামলায় পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র পেশ করেছে। আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালত গ্রেফতারি পরোয়ানা  জারি করে। 
তিনি জানান, গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে আসামীরা দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে। বিচারক দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। 
আদালত সূত্রে জানা গেছে, আসামীদের আজ বৃহস্পতিবার  বিকেল ৫ টায় কড়া পুলিশ পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে । 
কারাগারে পাঠানো আসামিরা হলেন- জেলা বিএনপি'র  সহসভাপতি ও ঘোড়াঘাট উপজেলার বিএনপি’র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী (৫৭), ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ (৫৫), বিএনপি নেতা মো. মাহফুজুর রহমান লাভলু (৫২), তোজাম্মেল হক (৫৪), মোফাজ্জল হোসেন প্রধান ওরফে মোফা (৩৫),  মনোয়ার হোসেন (৩৫), মোহাম্মদ আতিউর রহমান (৪৫), সাহারুল ইসলাম (৩০), শাহিন মিয়া (২৮), পলাশ হোসেন (২৭), হাসিবুল ইসলাম (৩৪), আল রাজিব (৩২), মোফাজ্জল হোসেন (৪২), বদরুদ্দোজা (৪৪), আনোয়ার হোসেন (৪০), শহীদ পারভেজ (৩৮), জোবায়ের হোসেন (৩৪), আরাফাত হোসেন (৪২), সাদ্দাম হোসেন (৩০), সেলিম রেজা (২৮), আল মামুন (৩০), গোলাম মোস্তফা (৩৫), আবু বক্কর সিদ্দিক (৪৮),  মনিরুজ্জামান (৫২), শফিকুল ইসলাম (৩৬) ও লুৎফর রহমান (৪৩) এবং জেলা  জামাতের নায়েবে আমির মোহাম্মদ আলমগীর হোসেন (৬০), ঘোড়াঘাট উপজেলা জামায়াতের রোকন মো. আনোয়ার হোসেন (৫৬), জুলফিকার হোসেন (৪৫) ও সজিবুদ্দিন আহমেদ (৫৭)। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat