- প্রকাশিত : ২০১৮-০৪-২২
- ৬৬৩ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামের সন্তোষ মণ্ডলের ছেলে।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে অপহরণের অভিযোগে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে বর্ণিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..