×
ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৫৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি বলেছেন, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যাওয়ার পথে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের ওপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের নৃশংস হামলা ১৯৭১ সালের নির্যাতনের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে।
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় ও নূর হোসেন স্কোয়ারে গত ২৮ অক্টোবর মহিলা কর্মীদের শারীরিক নির্যাতনের ভিডিও ফুটেজ ও চিত্র তুলে ধরে আজ সকালে এক সংবাদ সম্মেলনে  নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবি করে তিনি এ কথা বলেন।
আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেহের আফরোজ চুমকী আরো বলেন, গত ২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবশে অংশগ্রহণ করার জন্য যাওয়ার পথে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নারী  নেত্রীরা বিএনপি ও জামাতের কর্মীদের হাতে হামলার শিকার হন। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত মহিলা আওয়ামী লীগের প্রায় শতাধিক মহিলা নেতা-কর্মী বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং অনেকেই মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। শিগগিরই এই হামলার প্রতিবাদে কর্মসূচি দেয়া হবে।
তিনি বলেন, দিন দুপুরে মধ্যযুগীয় কায়দায় নারী নেতা-কর্মীদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও হামলা, নির্যাতন অত্যাচার, অপমান অপদস্থ করে। এ ঘটনা রাজনীতির ক্ষেত্রে কলঙ্কজনক ও লজ্জার। এই অন্যায় ও নৃশংস আচরণের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, মহিলা আওয়ামী লীগ এই নৃশংসতার বিচার দাবী করছে ।
সংবাদ সম্মেলনে হাতির ঝিল এলাকার হামলার শিকার নারী নেত্রীরা তাদের নির্যাতনের ঘটনা বর্ণনা করেন।
সংবাদ সম্মেলনে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন  স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat