×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে উদ্ধার হওয়া খাল রক্ষায় নৌকা চালানোর পরিকল্পনা চসিকের ইন্দোনেশিয়ায় অগ্নুৎপাতের পর নিখোঁজ ১২ জনকে খুঁজতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা ১৪১ সেরা করদাতার নাম প্রকাশ ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু আগামী ১৮ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনের তথ্য যুক্ত করার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সরকার দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেছেন ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির : ওবায়দুল কাদের কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি, প্রতিরোধে কমিটি গঠন ও মনিটরিং জোরদারের উদ্যোগ নিতে হবে বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৭৮৭৭১১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পোল্যান্ড প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল রেশাদুর রহমান ২০২৩-২৫ মেয়াদের জন্য কনস্যুলার কর্পস ইন বাংলাদেশের (সিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন । 
আজ ঢাকায় অনুষ্ঠিত সংগঠনের  ১৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
এছাড়া ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়ার অনারারি কনসাল শামস মাহমুদ সেক্রেটারি জেনারেল এবং গুয়াতেমালা প্রজাতন্ত্রের অনারারি কনসাল জুলফিকার আলী কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
আজ সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
নিউজিল্যান্ডের অনারারি কনসাল নিয়াজ আহমেদ সিসিবির ২০২১-২০২৩ কার্যনির্বাহী কমিটির সভাপতি ছিলেন।
রিপাবলিক অব সেশেলসের অনারারি কনসাল জেনারেল মো. আমিরুজ্জামান এবং রিপাবলিক অব মাল্টার অনারারি কনসাল এম শোয়েব চৌধুরী  ২০২৩-২৫ মেয়াদের জন্য সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য নবনির্বাচিত সদস্যরা হলেন -ড. মো. সোলায়মান আলম শেঠ সাউথ আফ্রিকা রিপাবলিক চট্টগ্রামের অনারারি কনসাল, নাসরীন জামির লুক্সেমবার্গের অনারারি কনসাল, মোহাম্মদ তানিম হাসান বসনিয়া ও হার্জেগোভিনার অনারারি কনসাল, সৈয়দ ফরহাদ আহমেদ এস্তোনিয়া প্রজাতন্ত্রের অনারারি কনসাল, রিয়াদ মাহমুদ অনারারি কনসাল  বাংলাদেশে জর্জিয়ার কনস্যুলেট।
রেশাদুর রহমান ঢাকা ব্যাংক লিমিটেড এবং ডিবিএল সিকিউরিটিজ লিমিটেডের একজন পরিচালক ও সাবেক চেয়ারম্যান এবং আরআর গ্রুপ এবং ট্রেড হাব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান।
শামস মাহমুদ শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) সহসভাপতি। তিনি ঢাকা চেম্বারের সাবেক সভাপতি।
জুলফিকার আলী ইজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এবং ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat